Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কোনও উপাচার্য না থাকায় সমস্য়ায় পড়ছে ছাত্র-ছাত্রীরা

Continues below advertisement

ABP Ananda LIVE: স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান-বিক্ষোভ যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের (Jadavpur University) অধ্য়াপক সংগঠন জুটার (JUTA)। বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য না থাকায় সমস্য়ায় পড়ছে ছাত্র-ছাত্রীরা। এই পরিস্থিতিতে রাজ্য় ও রাজ্য়পালের উদ্দেশে অচলাবস্থা কাটাতে উদ্য়োগী হওয়ার আবেদন করলেন অধ্য়াপকরা। যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেছেন রাজ্য়পাল ও বিশ্ববিদ্য়ালয়ের আচার্য সিভি আনন্দ বোস। তারপরে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে কাউকে উপাচার্য নিয়োগ করা হয়নি। উপাচার্য না থাকায় সমস্য়ায় পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র-ছাত্রীরা। এই পরিস্থিতিতে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্য়ালয় চত্বরে অবস্থান-বিক্ষোভ করল যাদবপুরের অধ্য়াপকদের সংগঠন জুটা। অবস্থান-বিক্ষোভ থেকে রাজ্য় সরকার ও রাজভবনের উদ্দেশে সংঘাত সরিয়ে রেখে অচলাবস্থা কাটাতে উদ্য়োগী হওয়ার আবেদন করা হয়। গত বছরের ডিসেম্বরে সমাবর্তনের আগের দিন নিজের নিয়োগ করা যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করেন আচার্য ও রাজ্য়পাল। কিন্তু, আচার্যর অপসারণ-নির্দেশ অগ্রাহ্য় করে রাজ্য় সরকারের দেওয়া দায়িত্ব পালন করে সমাবর্তনে পৌরহিত্য় করেন বুদ্ধদেব সাউ। যদিও জটিলতা এড়াতে পড়ুয়াদের ডিগ্রি দেন যাদবপুরের সহ উপাচার্য। তবে আচার্য অপসারণ করার পর বুদ্ধদেব সাউ কীভাবে সমাবর্তনে পৌরহিত্য় করতে পারেন তা নিয়ে ওঠে প্রশ্ন। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তনকে বেআইনি অ্য়াখ্য়া দেন রাজ্য়পাল। এমনকী আইনি পরামর্শ নিচ্ছেন বলেও জানান তিনি। রাজ্য়-রাজ্য়পাল সংঘাতের এই আবহেই স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে সরব হল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের অধ্য়াপকদের সংগঠন জুটা। গত ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ছিল। তার ঠিক আগের রাতে বুদ্ধদেবকে সরিয়ে দেন রাজ্যপাল। সেই সময় বুদ্ধদেবের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সমাবর্তন অনুষ্ঠানে নিজের দায়িত্ব পালন করতে পারবেন বর্তমান অন্তর্বর্তীকালীন উপাচার্য। সেই মতো সমাবর্তন অনুষ্ঠানে হাজির হন তিনি। জানান, রাজ্যের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। কোর্টও অনুমোদন দিয়েছে। তাই সমাবর্তনে পৌরহিত্য করছেন তিনি। যদিও আইনি সমস্যার কথা মাথায় রেখে তাঁর হাত দিয়ে পড়ুয়াদের ডিগ্রির শংসাপত্র প্রদান করা হয়নি।    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram