Shooting: এবার জগদ্দলে শ্যুটআউট, গুলি, বোমা ছুঁড়ে হামলার অভিযোগ
আসানসোল, গোয়ালপোখরের পর জগদ্দল। রবিবার সকালে জগদ্দলের পালঘাট রোডে শ্যুটআউট (Shhotout)। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। দুষ্কৃতীরা বোমাও ছোড়ে বলে অভিযোগ। হামলার কারণ এখনও জানা যায়নি।