আসানসোল, গোয়ালপোখরের পর জগদ্দল। রবিবার সকালে জগদ্দলের পালঘাট রোডে শ্যুটআউট (Shhotout)। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। দুষ্কৃতীরা বোমাও ছোড়ে বলে অভিযোগ। হামলার কারণ এখনও জানা যায়নি।