Jagadhatri Puja 2022 : জগদ্ধাত্রী পুজোর আজ অষ্টমী, চন্দননগরে ফের উৎসবে মাতোয়ারা মানুষ
দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজো। আজ অষ্টমী। দেবী জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগ যজ্ঞোপবীত। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। আবার কোথাও নবমীর দিনই তিনপ্রহরের পুজো সম্পন্ন হয়।
Tags :
Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Jagadhatripuja2022 Chandannagar