Mahesh Snan Yatra : আজ জগন্নাথের স্নানযাত্রা, ৬২৮ তম বর্ষে উৎসবমুখর মাহেশ | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: আজ জগন্নাথের স্নানযাত্রা। হুগলির মাহেশে এই স্নানযাত্রার বয়স ৬২৮ বছর। বিকেল নয়, ৪৭ বছর পর এবার ভোর থেকে চলছে স্নানযাত্রা। গজবেশে জগন্নাথদেবকে দর্শন করা যাবে দিনভর।
এদিন ভক্তদের ঢল নামে পুরীতেও। ভিড় হয় মায়াপুরেও। এদিন পুরীর মন্দিরের গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান মণ্ডপে নিয়ে যাওয়া হয়। স্নান করানো হয় ১০৮ ঘড়া জলে। স্নানের পর জগন্নাথের কাঁপুনি দিয়ে জ্বর আসে। লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব। এই সময় হয় অঙ্গরাগ। ভেষজ রঙ দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। পরদিন রথে চেপে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথ বলরাম সুভদ্রা। Jaga
Continues below advertisement