
CBI: 'সিবিআই অধিকর্তা নিয়োগে কেন থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?' প্রশ্ন উপরাষ্ট্রপতির
ABP Ananda Live: 'সিবিআই অধিকর্তা নিয়োগে কেন থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?' 'আমাদের মতো গণতান্ত্রিক দেশে এর কোনও আইনি বাস্তবতা আছে?' ভোপালে জাতীয় জুডিসিয়াল অ্যাকাডেমির অনুষ্ঠানে প্রশ্ন উপরাষ্ট্রপতির । ইতিমধ্যেই নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে বাদ দেশের প্রধান বিচারপতি। 'কীভাবে প্রশাসনিক নিয়োগে থাকতে পারেন দেশের প্রধান বিচারপতি?' 'এটা গণতন্ত্রের সঙ্গে খাপ খায় না, এখন ভাবার সময় এসেছে'। প্রশাসনিক নিয়োগে কোর্টের প্রতিনিধি রাখা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিলেন জগদীপ ধনকড়।
অমানবিক ! হাসপাতালে বমি করে ফেলেছিল অসুস্থ দুধের শিশু, সেই বমি মোছানো হল বাবাকে দিয়েই !
অমানবিক ! অসুস্থ শিশু বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে তা পরিষ্কার করানো হল হাসপাতালে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় শোরগোল পড়ে গেছে। বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral Post) হয়ে গেছে। ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় হাসপাতালে এই 'শাস্তি'-তে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। হাসপাতালে কোনও সুইপার না থাকার কথা বলে বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হয় বলে অভিযোগ। Santipur State General Hospital