Governor Jagdeep Dhankhar: এক সপ্তাহের মধ্যেই অর্থ-সহ বকেয়া বিল অনুমোদন, ট্যুইটে জানাল রাজভবন। Bangla News

Continues below advertisement

রাজভবনে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও অর্থসচিব মনোজ পন্থ মুখ্যসচিব ও অর্থসচিবকে বিকেল ৪টেয় তলব করেন রাজ্যপাল। সাংবিধানিক রীতিনীতিকে লাগাতার উপেক্ষার অভিযোগ রাজ্যপালের।মুখ্যসচিব ও অর্থসচিবের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ।রাজ্যপালের তলবে রাজভবনে মুখ্যসচিব, অর্থসচিব।সাড়ে ৩ ঘণ্টা পরে রাজভবন থেকে বেরোলেন মুখ্যসচিব, অর্থসচিব।‘অর্থ এবং অ্যাপ্রোপিয়েশন বিলে সম্মতি জানাচ্ছেন রাজ্যপাল’। ১ সপ্তাহের মধ্যে বকেয়া ২ বিল অনুমোদন, খবর রাজভবন সূত্রে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram