Jagdeep Dhankhar: কেন হঠাৎ উপরাষ্ট্রপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন জগদীপ ধনকড়?

ABP Ananda LIVE : একটা মানুষ সারাদিন সংসদে থাকলেন। রাজ্য়সভা পরিচালনা করলেন। একাধিক বৈঠক করলেন। সেই তিনিই, দুবছর মেয়াদ বাকি থাকতেই, আচমকা সন্ধেয় ইস্তফা দিলেন। কিন্তু কেন হঠাৎ উপরাষ্ট্রপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন জগদীপ ধনকড়? সেই প্রশ্নেই এখন তোলপাড় রাজনীতি।

 

দেশের কোন রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে, কত ভুয়ো জবকার্ড বাতিল হয়েছে, তার পরিসংখ্যান দিল এবার কেন্দ্রীয় সরকার। গত তিন বছরের সেই পরিসংখ্যানের হিসেবে, ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় সবার উপরে নাম রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের ! বাংলাকে পিছনে ফেলে তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে ওড়িশাও। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সেই তুলনায় ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় পিছনের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ।

কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত তিন অর্থবর্ষে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যা যথাক্রমে, ৭ লক্ষ ৫৯ হাজার ৩৬২, ২ লক্ষ ৮৯ হাজার ৬২৬ এবং ৫৮ হাজার ৮২৬ টি। এর মধ্যে ২২-২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪ টি। এবং ২৩-২৪ অর্থবর্ষে তা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৩৯৭ টিতে। ২৪-২৫ অর্থবর্ষে যোগী রাজ্যে সেই সংখ্যাটা ৩ হাজার ৪২১। সেদিক থেকে গত তিন অর্থ বর্ষেও কোনবারই পশ্চিমবঙ্গে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যাটা ৬ অঙ্ক বা লাখ ছাড়ায়নি। ২২-২৩ অর্থবর্ষে বাংলায় সেই সংখ্যাটা ৫ হাজার ২৬৩ এবং পরের দুই অর্থ বর্ষে ৭১৯ এবং ২.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola