Sat Sakaale:সরকারি হাসপাতাল থেকে মায়ের মৃতদেহ কাঁধে চাপিয়ে নিয়ে বাড়ি ফিরল ছেলে, কালাহান্ডির লজ্জার ছবি ফিরল জলপাইগুড়িতে। Bangla News
Continues below advertisement
সাড়ে ৬ বছর আগের কালাহান্ডির লজ্জার ছবি ফিরল জলপাইগুড়িতে। সরকারি হাসপাতাল থেকে মায়ের মৃতদেহ কাঁধে চাপিয়ে নিয়ে বাড়ি ফিরল ছেলে। অভিযোগ, বারবার চেয়েও হাসপাতালের শববাহী গাড়ি পাননি। বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির জন্য় যে টাকা দাবি করা হয়, তা দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। সমালোচনার মুখে সাফাই অ্যাম্বুল্যান্স ইউনিয়নের। ঘটনা অমানবিক, এরকম যাতে আর না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে, জানালেন সুপার।
Continues below advertisement
Tags :
Mother Body Son Tragedy Bangla News Bangla News Live News Ambulance Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital Jalpaiguri ABP Ananda ABP Ananda Bengali News District Shoulder Sat Sakaale