Jalpaiguri: ‘মৃতদের নামেও ডায়ালিসিস বিল’! তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের। Bangla News
Continues below advertisement
‘মৃতদের নামেও ডায়ালিসিস বিল’! তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের। ভুয়ো বিলের অভিযোগে ৫জনের কমিটি গঠন করে তদন্তের নির্দেশ । ২০২১-এ রোগীর মৃত্যু, ২০২২-র এপ্রিলেও বিল জমা পড়ার অভিযোগ। অভিযুক্ত জলপাইগুড়ি হাসপাতালে পিপিপি মডেলে তৈরি ডায়ালিসিস সেন্টার। এপ্রিলের শেষে জয়েন করেছি, আগে কী হয়েছে জানি না, দাবি ডায়ালিসিস সেন্টার কর্তৃপক্ষের।
Continues below advertisement
Tags :
Jalpaiguri ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Health Department এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ জলপাইগুড়ি স্বাস্থ্য দফতর Dylasis Of Dead People