
Jalpaiguri News: জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: চিপস কিনতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর । জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার । লরি ভাঙচুর উত্তেজিত জনতার, দেহ নিয়ে পথ অবরোধ । আটক লরি, চালককে গ্রেফতার কোতোয়ালি থানার পুলিশের । ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে পরে ওঠে অবরোধ ।জলপাইগুড়িতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার । মোহিতনগরে পথ দুর্ঘটনায় মৃত ৫ বছরের শিশু । লরি ভাঙচুর উত্তেজিত জনতার, দেহ নিয়ে পথ অবরোধ
চিপস কিনতে গিয়ে প্রাণ গেল ৫ বছরের এক শিশুর । কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । আটক লরি, চালককে গ্রেফতার কোতোয়ালি থানার । শিশুটির জলপাইগুড়ি হরিজন বস্তি এলাকার বাসিন্দা
হাওড়ার বেলগাছিয়ায় জলের পাইপলাইন বসাতে গিয়ে ধস । একাধিক বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফাটল, ভেঙে পড়েছে ল্যাম্প পোস্ট । বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা, চরম দুর্ভোগে বাসিন্দারা ঘটনার দায় এড়াতে দুই তত্ত্ব মন্ত্রী অরূপ রায়ের । প্রথমে বললেন, প্রাকৃতিক দুর্যোগ, পরে দিলেন উন্নয়ন করতে গিয়ে বিপর্যয়ের তত্ত্ব! । বিশ্ব জল দিবসে জল সঙ্কটে জেরবার হাওড়ার বেলগাছিয়া
দিলীপের মন্তব্যের প্রতিবাদ, বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। খড়গপুরে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপিরও।
বাড়িতে নেই দিলীপ, বাইরে বিক্ষোভ তৃণমূলের। দিলীপ বললেন, "ওদের জানিয়ে আসা উচিত ছিল, ভাল ট্রিটমেন্ট করতাম।"
তৃণমূল হাতে চুড়ি পড়ে বসে নেই। কাল তৃণমূল চাইলে দিলীপ ঘোষ খড়গপুর থেকে বেরতে পারতেন না। ভবিষ্যতেও খড়গপুরে আসতেও পারবে না। দিলীপকে আক্রমণ খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকারের।