Jalpaiguri Waterlogged: তিস্তার জল ঢুকে ৫০টিরও বেশি পরিবার জলবন্দি মালবাজারের গ্রামে

Continues below advertisement

পাহাড়ে অবিরাম বৃষ্টি। তিস্তার জল ঢুকে প্লাবিত জলপাইগুড়ির মালবাজারের টোটগাঁও গ্রাম। ৫০টিরও বেশি পরিবার জলবন্দি হয়ে পড়েছে। আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুলে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েকবছর ধরে পাহাড়ে বৃষ্টি হলেই তিস্তার জলে ভাসছে গ্রাম। বিঘার পর বিঘা চাষের জমি, বাড়ি-ঘর, নদীর গ্রাসে চলে যাচ্ছে। স্থায়ী বাঁধের দাবি বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, সমতলেও বৃষ্টি হচ্ছে। জলপাইগুড়ি শহরের বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। অন্যদিকে, তিস্তা ব্যারাজ থেকে আজ ২৯ হাজারেরও বেশি জল ছাড়া হয়েছে। মেখলিগঞ্জে এবং জলঢাকা ৩১ নম্বর জাতীয় সড়কে লাল সতর্কতা জারি। তিস্তার দোমোহনিতে হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর। কালিম্পঙের তিস্তাবাজারে দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল। বন্ধ যান চলাচল। অন্যদিকে কোচবিহারের তোর্সা, রায়ডাক ও সঙ্কোশ নদীতেও বাড়ছে জল। গত ২৪ ঘন্টায় কোচবিহারে বৃষ্টি হয়েছে ১২৫ মিলিমিটার, তুফানগঞ্জে ১৪৬ এবং মাথাভাঙায় বৃষ্টিপাতের পরিমাণ ১১৩ মিলিমিটার। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram