Jalpaiguri News: রাজগঞ্জ ব্লকে ফুলবাড়ির নার্সিংহোমে ভাঙচুর
ABP Ananda Live: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকে ফুলবাড়ির নার্সিংহোমে ভাঙচুর। সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের সিপিএম নেতা সৈকত আলির মৃত্যুর পর আত্মীয় পরিজনদের ভাঙচুর।
ফের উত্তপ্ত জগদ্দল, অর্জুন সিংহর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ
ফের উত্তপ্ত জগদ্দল, অর্জুন সিংহর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোল উদ্ধার হয়েছে, খবর পুলিশ সূত্রে। পুলিশের সামনে ৫-৭ রাউন্ড গুলি চলেছে, অভিযোগ অর্জুনের। গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। অর্জুন সিংহ নিজেই গুলি চালিয়েছেন, পুলিশকে জানিয়েছেন জখম ব্যক্তি, খবর সূত্রের। অর্জুনকে নোটিস পাঠাল পুলিশ। গোটা ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। মারধর ও গুলি চলার অভিযোগে দুটি পৃথক মামলা রুজু। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দিকে অভিযোগের আঙুল অর্জুনের