SSKM: জলপাইগুড়ির ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের এসএসকেএমে মৃত্যু, হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ ছেলের। ABP Ananda Live
জলপাইগুড়ির ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের এসএসকেএমে মৃত্যু। বিজেপি বিধায়কের মৃ্ত্যু ঘিরে এসএসকেএমের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের। অব্যবস্থার কারণে সমস্যায় পড়তে হয়, অভিযোগ বিধায়কের ছেলের। অভিযোগ, মাঝরাতে বেডে শুয়ে ঠান্ডায় কাঁপছিলেন বিজেপি বিধায়ক। 'কম্বল, চাদরও জোটেনি, পরে অভিযোগ করায় চাদর এনে দেওয়া হয়'। মাঝরাতে স্ট্রেচার ঠেলে পরিবারের সদস্যদের রোগীকে উডবার্ন ব্লকে সিটি স্ক্যান করাতে নিয়ে যেতে হয় বলেও অভিযোগ। এখনও এসএসকেএম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। বিধানসভায় বিজেপি বিধায়ককে শেষশ্রদ্ধা।