Jalpaiguri: 'ওঁরা ২০ শতাংশ আসনেও প্রার্থী দিতে পারবে কিনা সন্দেহ', জলপাইগুড়িতে BJP-তে কোন্দল প্রসঙ্গে TMC।Bangla News

বিজেপির (BJP) ধারাবাহিক হারের প্রেক্ষিতে মণ্ডল ও জেলা কমিটিগুলিতে রদবদল করা হয়েছে। ৩৫ জন জেলা কমিটি সদস্যের মধ্যে নতুন মুখ ৩১ জন। এর পরেই সরব হন জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি অলক চক্রবর্তী। "এখন দলে অদক্ষ কর্মীদের সামনে এনে, পিছনে সরিয়ে দেওয়া হচ্ছে দক্ষ কর্মীদের," বলেন প্রাক্তন সভাপতি।

এই প্রসঙ্গে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, এই মুহূর্তে বিজেপি কোনও লোক পাচ্ছে না। এবং বিজেপিতে কেউ রাজনীতিগতভাবে ‌যুক্ত হতে চাইছে না। ওঁরা ২০ শতাংশ আসনেও প্রার্থী দিতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola