Jalpaiguri: ময়নাগুড়ি পুরসভায় প্রকাশ্যে দুই তৃণমূল নেতার সংঘাত। Bangla News
Continues below advertisement
জলপাইগুড়ির নবগঠিত ময়নাগুড়ি পুরসভায় প্রকাশ্যে দুই তৃণমূল নেতার সংঘাত। চেয়ারম্যানকে নিশানা তৃণমূল কাউন্সিলরের। পুরসভা সূত্রে খবর, গতকাল পুর-এলাকায় পাট্টা বিলির কথা ছিল। ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিতাভ চক্রবর্তীর অভিযোগ, বিনা নোটিসেই পাট্টা বিলির সিদ্ধান্ত নেন চেয়ারম্যান অনন্তদেব অধিকারী। বাসিন্দাদের হেনস্থা করা ও তাঁকে অপমান করার অভিযোগ তোলেন তৃণমূল কাউন্সিলর। প্রকাশ্যেই চেয়ারম্যানের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কাউন্সিলর। পাট্টা বিলির কথা হোয়াটসঅ্যাপে না জানিয়ে ভুল হয়েছে, দায়স্বীকার চেয়ারম্যানের। যদিও দলীয় কাউন্সিলরকে অপমানের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
TMC Clash North Bengal Chairman ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Maynaguri Councillor এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ