Jamai Shashthi: এই গরমেও ঘরে কলকাতা দক্ষিণের জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়ের জামাইষষ্ঠীর আয়োজন

Continues below advertisement

ABP Ananda LIVE: এই গরমেও ঘরে জামাইষষ্ঠীর আয়োজন। কলকাতা দক্ষিণের (South Kolkata)জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়ও(Mala Roy) পালন করলেন জামাইষষ্ঠী।

নবান্নের খবর পাচার হচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রীর। 'দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার'। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নের নানা অফিসিয়াল ফাইল, নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে বলেও সন্দেহ মুখ্যমন্ত্রীর। কীভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর: সূত্র । 'প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি ৩-৪টি আসন'। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর।

৫ বছর পর দেশে ফিরল বার্ড ফ্লু (Bird Fu)আতঙ্ক। বার্ড ফ্লুতে আক্রান্ত এই রাজ্যেরই ৪ বছরের এক শিশু। অস্ট্রেলিয়া থেকে কলকাতায় (kolkata)আসা আরও এক শিশুর শরীরে বার্ড ফ্লু-র হদিশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উল্লেখ। ২২ মে স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া হয়েছে তথ্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram