Janmastami: তিথি মেনে জন্মাষ্টমী পালিত হল বেলুড় মঠে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মথুরা থেকে বৃন্দাবন। দিল্লি থেকে কলকাতা। দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী ৷ মায়াপুর ইস্কন মন্দিরেও পালিত হয় দিনটি৷ তিথি মেনে দিনটি পালিত হয় বেলুড় মঠে।

আরও খবর....

আড়িয়াদহের পর কামারহাটি, জয়ন্ত সিংহ-র পর এবার রোহিত সিংহ ! মদ খাওয়ার প্রতিবাদ করায় ফের 'আক্রান্ত' প্রতিবাদী। ২৫ নম্বর ওয়ার্ডে মদের ঠেক, প্রতিবাদ করায় মারধর ! বাড়ি ফেরার পথে তাঁকে মারধরের অভিযোগ পরিবারের। গণেশ পুজোর চাঁদা চাওয়ার অভিযোগ রোহিত সিংহ-র অনুগামীদের বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকার, মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। ফেসবুকে ভিডিও ভাইরাল, অভিযুক্তরা শাস্তি পাক, মন্তব্য কাউন্সিলরের । 'আক্রান্ত' প্রতিবাদী আদিত্য মোহান্তি সাগরদত্ত মেডিক্যালে ভর্তি। রোহিত সিংহ-সহ ৬ জনের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় FIR। সমস্ত অভিযোগ অস্বীকার অভিযুক্ত রোহিত সিংহ-র। কালীপুজোর কমিটি গঠন করা নিয়ে গন্ডগোল, বচসা দু'পক্ষের, খবর পুলিশ সূত্রে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola