Jawad Rain: লাগাতার বৃষ্টিতে জেলায় জেলায় ব্যাপক ক্ষতি চাষে, সরকারি সাহায্যের আর্জি কৃষকদের | Bangla News

Continues below advertisement

জেলায় জেলায় লাগাতার বৃষ্টি (Rain)। ধান (Paddy) থেকে সবজি (Vegetables) চাষে ব্যপক ক্ষতি হুগলি (Hooghly), পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। মাথায় হাত কৃষকদের (Farmers)। কীভাবে পরিস্থিতি সামাল দেবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা। সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন কৃষকরা।

অন্যদিকে, ভরা অগ্রহায়ণে নিম্নচাপের বৃষ্টিতে আলু চাষে (Potato farming) ব্যপক ক্ষতির আশঙ্কা জেলায় জেলায়। মাঠ ভিজে থাকায় আলু চাষ আরও কিছুটা পিছিয়ে যাবে বলে দাবি কৃষকদের। জোগান কমলে দাম বাড়ার আশঙ্কা করছেন তাঁরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram