Jawhar Sircar : 'আমি আর থাকতে পারছি না, সম্ভব নয়', সাংসদ পদ থেকে ইস্তফার ঘোষণা TMC-র জহরের

Continues below advertisement

দুর্নীতিতে আপোসহীন ব্রত জহরের। নিজের রাজ্যে দুর্নীতি আর দলের নেতাদের একাংশের অন্যায় দাপট দেখে তিনি হতাশ। রাজ্য সরকার সামলাতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে এভাবেই তৃণমূল ও প্রশাসনকে বিঁধলেন প্রাক্তন দুঁদে IAS। জহর সরকার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে সাংসদ পদ ছাড়তেই তৃণমূলের অন্দর থেকেই উড়ে এসেছে কচুরিপানা কটাক্ষ।

আর জি কর-কাণ্ড থেকে শুরু করে দুর্নীতি ইস্যু, মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে এইভাবে ছত্রে ছত্রে দলকে বিঁধে... তিন বছরের মধ্যেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন, অবসরপ্রাপ্ত IAS অফিসার জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে দুর্নীতি ইস্যুতে দলীয় নেতৃত্বের দিকেই আঙুল তুলে তিনি লিখেছেন, আমি আমার দায়িত্ব পালন করলাম, কিন্তু আমার রাজ্যে দুর্নীতি আর দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে আমি হতাশাগ্রস্ত হলাম। দেখলাম রাজ্য সরকার সামলাতে পারছে না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram