Jayant Singh: জালে আড়িয়াদহকাণ্ডে অভিযুক্ত জয়ন্ত সিংহের আরও এক শাগরেদ। ABP Ananfda Live

ABP Ananda live: জালে আড়িয়াদহকাণ্ডে অভিযুক্ত জয়ন্ত সিংহের আরও এক শাগরেদ। বরানগর স্টেশন থেকে গ্রেফতার রাহুল গুপ্ত, দাবি পুলিশের। তালতলা ক্লাবে নৃশংস অত্যাচারের ঘটনায় পাকড়াও।  আড়িয়াদহে পুকুরের একাংশ বুজিয়ে তৈরি জয়ন্তর অট্টালিকা? জানতে জয়ন্তর বেআইনি বাড়ি পরিদর্শন করবে পুরসভা ও ভূমি দফতর। জমি মালিকের খোঁজে নেওয়া হতে পারে পুলিশের সাহায্য়। অবশেষে গ্রেফতার সোনারপুরের তৃণমূল কর্মী জামাল সর্দার। কলকাতা লেদার কমপ্লেক্স থেকে গ্রেফতার করল পুলিশ। উল্টো করে ঝুলিয়ে, শিকলে বেঁধে মারধর থেকে আর্থিক প্রতারণার অভিযোগ। টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীর ওপর হামলা, ৪ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। প্রাণ ভিক্ষা করেও মিলল না রেহাই। পুরনো শত্রুতার জের, দাবি পুলিশের।  মুর্শিদাবাদেও শ্যুটআউট, টাকা হাতানোর অভিযোগে যুবকের ওপর চড়াও দুষকৃতীরা, পায়ে গুলি। কাঁকসায় জমি বিবাদে চলল গুলি। এত বেআইনি অস্ত্র আসছে কোথা থেকে ? উঠছে প্রশ্ন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola