Jayanta Singh: গ্রেফতারির ৮ দিন পরেও সমান ঔদ্ধত্য জয়ন্ত সিংহর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গ্রেফতারির ৮ দিন পরে সমান ঔদ্ধত্য জয়ন্ত সিংহ। জয়ন্তকে সঙ্গে নিয়ে আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পুলিশ। চ্যাংদোলা করে ক্লাবঘরের মধ্যে তালিবানি অত্যাচারের পুনর্নির্মাণ করা হল। ঘটনা পুনর্নির্মাণের পর জয়ন্তকে নিয়ে বেরিয়ে গেল পুলিশ। ক্লাব থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধাক্কা জয়ন্তর। এই ক্লাবের মধ্যেই জয়ন্তর শাগরেদদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। ক্লাবের মধ্যে থাকা একটি লোহার রড বাজেয়াপ্ত করল পুলিশ। জয়ন্তকে নিয়ে বেরিয়ে আসার পর ক্লাব সিল করে দিল পুলিশ।
শুক্রবার আকাশ কালো করে নামল বৃষ্টি। তুমুল বৃষ্টিতে ঘুম ভাঙল শহরের। জেলায় জেলায় বৃষ্টি শুরু। আজই উল্লেখযোগ্যভাবে গঙ্গার জলস্তর বেড়ে যায় অনেকটা । শুক্রবার ভোর ৫ টা ৫ নাগাদ গঙ্গার জলস্তর হয় ৪ .৭৮ মিটার। এর জন্য গঙ্গার ধারের লকগেটগুলি ভোর ৩ টে থেকে সকাল ৭ টা পর্যন্ত বন্ধ ছিল।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার তে বটেই, শনিবার অবধি এমনই আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রয়েছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।