Jayanta Singh: যাঁর জায়গা ভাড়া নিয়ে টালির চালের বাড়ি, তাঁরই পুকুর দখল করে অট্টালিকা জয়ন্তর
ABP Ananda LIVE: সামান্য দুধের ব্যবসা থেকে রাতারাতি প্রাসাদের মতো বাড়ির মালিক হয়ে উঠেছে আড়িয়াদহর ত্রাস জয়ন্ত সিংহ। এককালে যাঁর জায়গা ভাড়া নিয়ে টালির চালের বাড়িতে থাকতেন, তাঁরই পুকুরের একাংশ দখল করে অট্টালিকা তৈরি করেছেন জয়ন্ত। অভিযোগ তুললেন আড়িয়াদহর বাসিন্দা তপন বিশ্বাস।
এবার তৃণমূল কাউন্সিলরের মুখে জয়ন্তর অত্যাচারের কাহিনী। জয়ন্ত সিংহর তাণ্ডবে চারবছর ধরে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না, দাবি কামারহাটির তৃণমূল কাউন্সিলর বিমল সাহার। অভিযোগ, ২০২২ থেকে রথতলা মোড়ের INTTUC-র অফিস দখল করে জয়ন্ত বাহিনী।
গ্রেফতারির ৮ দিন পরে সমান উদ্ধত জয়ন্ত সিংহ। জয়ন্তকে সঙ্গে নিয়ে আড়িয়াদহর তালতলা স্পোর্টিং ক্লাবে পুলিশ। চ্যাংদোলা করে ক্লাবঘরের মধ্যে তালিবানি অত্যাচারের পুনর্নির্মাণ করা হল। ঘটনা পুনর্নির্মাণের পর জয়ন্তকে নিয়ে বেরিয়ে গেল পুলিশ। ক্লাব থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধাক্কা জয়ন্তর। এই ক্লাবের মধ্যেই জয়ন্তর শাগরেদদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। ক্লাবের মধ্যে থাকা একটি লোহার রড বাজেয়াপ্ত করল পুলিশ। জয়ন্তকে নিয়ে বেরিয়ে আসার পর ক্লাব সিল করে দিল পুলিশ।