Jaynagar Clash : বাড়ি থেকে কিছুটা দূরেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, সিসিটিভিতে কী ধরা পড়ল

জয়নগরের ( Jayanagar Clash ) বামনগাছিতে তৃণমূল ( TMC )  নেতা সইফুদ্দিন লস্করকে খুনের আগের মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়েছে। সিসি ক্যামেরায় ( CCTV )  ধরা পড়েছে, ভোর ৫টার পর বাড়ি থেকে বেরিয়ে একাই যাচ্ছিলেন সইফুদ্দিন। সেই সময় দুটি বাইকে ৫ জন দুষ্কৃতী তাঁর পিছু নেয়। বাড়ি থেকে কিছুটা দূরেই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। তৃণমূল ( TMC ) নেতা খুনে অভিযুক্ত সাহাবুদ্দিন লস্করকে পিটিয়ে মারার পর, সেখান থেকেই উদ্ধার হয়েছে একটি বাইক। খুনের পর পালানোর সময় দুর্ঘটনাগ্রস্ত হয় ২ দুষ্কৃতীকে নিয়ে পালানো একটি বাইক। অস্ত্র উঁচিয়ে পালানোর সময় পুলিশের হাতেধরা পড়ে যায় এক আততায়ী। সেগুলি বাজেয়াপ্ত করেছে জয়নগর থানার পুলিশ। গুলিচালনার পরেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয়দের দৌড়োদৌড়ির ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola