Jaynagar Clash : সিপিএম নয়, তৃণমূল নেতা খুনে অভিযুক্তও তৃণমূল সমর্থক, এমনই দাবি নিহত সাহাবুদ্দিনের স্ত্রীর

সিপিএম ( CPM ) নয়, তৃণমূল (TMC )  নেতা খুনে অভিযুক্ত সাহাবুদ্দিন লস্কর ছিলেন তৃণমূল সমর্থক। এমনই দাবি নিহত সাহাবুদ্দিনের স্ত্রী জরিনা বিবির। তাঁর দাবি, স্বামী ছিলেন পেশায় দর্জি। ঘটনার দিন ভোরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। সাহাবুদ্দিনের বাড়ি জয়নগরের গোদাবর এলাকায়। এখান থেকে ৭ কিলোমিটার দূরে বাঙালবুড়ি মোড়ে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে। তাঁর খুনে অভিযুক্ত সন্দেহে সাহাবুদ্দিনকে ধাওয়া করে ৫০০ মিটার দূরে পিটিয়ে মারে উন্মত্ত জনতা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola