Jaynagar Incident: অভিযোগ নিতে দায় ঠেলাঠেলি কুলতলি ও জয়নগর থানার, দাবি স্থানীয়দের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ জয়নগরের মহিষমারি এলাকা। দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ, পুলিশকে ধাওয়া করে ঝাঁটাপেটা করেন মহিলারা। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ফাঁড়ির বাইরে মোটরবাইক, সাইকেলে আগুন, প্রাণভয়ে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা। ফিরে যেতে হয় র্যাফকে। বারুইপুরের SDPO অতীশ বিশ্বাসকে লাঠি হাতে তাড়া করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে জয়নগর থানা থেকে বিশাল পুলিশ পাঠানো হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পুলিশকেও ইট ছুড়তে দেখা যায়। ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি ও অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত।
আরও খবর...
আমরণ অনশনে কলকাতা মেডিক্যাল কলেজের স্নিগ্ধা হাজরা। আমরণ অনশনে এনআরএস মেডিক্যালের পুলস্ত আচার্য। আমরণ অনশনে কেপিসি মেডিক্যালের সায়ন্তনী ঘোষ হাজরা। আমরণ অনশনে কলকাতা মেডিক্যালের তনয়া পাঁজা। আমরণ অনশনে এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়। আমরণ অনশনে কলকাতা মেডিক্যালের অনুষ্টুপ মুখোপাধ্যায়
ডেডলাইন শেষ, পুজোর মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। কাজে ফিরলেও, খাবার খাব না, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। 'স্বচ্ছতা বজায় রাখতে অনশন মঞ্চে সিসি ক্যামেরা', প্রথম দফায় আমরণ অনশনে ৬জন জুনিয়র ডাক্তাররা