WB News: ফুঁসছে জয়নগর, বিচারের দাবিতে মহিষমারিতে বিক্ষোভ, এবার রাত পাহারার ডাক

Continues below advertisement

ABP Ananda Live: ২দিন পার, নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে ফুঁসছে জয়নগর। বিচারের দাবিতে মহিষমারিতে বিক্ষোভ, এবার রাত পাহারার ডাক। হাইকোর্টের নির্দেশে কল্যাণী JNM হাসপাতালে ময়নাতদন্ত । কাঁটাপুকুর মর্গের বদলে কল্যাণী JNM হাসপাতালে ময়নাতদন্ত । JNM হাসপাতালে ময়নাতদন্ত করলেন কল্যাণী AIIMS-এর চিকিৎসকরা। ধর্ষণ-খুনের অভিযোগ, ২দিন পরে মহিষমারিতে গেল ফরেন্সিক টিম। 

আরও খবর, জুনিয়র চিকিৎসকদের কর্মসূচিতে আজ সকাল থেকে যোগ দিচ্ছেন সিনিয়র চিকিৎসকেরা। ২৪ ঘন্টার জন্য আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়ে জুনিয়রদের সঙ্গে একমঞ্চে বসবেন ১০ থেকে ১৫ জন সিনিয়র চিকিৎসক। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় প্রথম চার্জশিট দিচ্ছে সিবিআই। শিয়ালদা আদালতে চলছে চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া। ঘটনার ৫৮ দিনের মাথায় ৪৫ পাতার চার্জশিট সিবিআইয়ের। চার্জশিটে নাম রয়েছে ধর্ষণ-খুনের অভিযোগে ধৃত সঞ্জয় রায়ের : সূত্র। ধর্মতলায় আমরণ অনশনে যোগ দিলেন আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন আন্দোলন চলবে। দাবিপূরণে সরকারকে পাল্টা চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। আমরণ অনশন আন্দোলনেও পুলিশের বিরুদ্ধে বারবার বাধা দেওয়ার অভিযোগ। বায়ো টয়লেট ঢুকতে বাধা। ফেরানো হচ্ছে ডেকরেটর্সের গাড়ি। জুনিয়রদের পাশে দাঁড়াতে রিলে অনশনের সিদ্ধান্ত জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স-এর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram