Jaynagar Incident : জয়নগরে মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব, ফের প্রতিবাদীকে অত্যাচার ! অবশেষে চরম পরিণতি

ABP Ananda LIVE : মত্ত দুষ্কৃতীদের তাণ্ডব, ফের প্রতিবাদীকে পিটিয়ে খুন! জয়নগরে মদ্যপান করে গালাগালি, প্রতিবাদ করায় হামলা।রবিবার রাতে প্রতিবাদীকে মার, সকালে ফের হামলা!দুষ্কৃতীদের মারে আক্রান্ত সায়েম খান, কলকাতায় আনার পথেই মৃত্যু।প্রতিবাদে বকুলতলায় পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ।ঝাঁটা, লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে যান মহিলারা।প্রতিবাদীকে পিটিয়ে খুন, ১৩ জনের বিরুদ্ধে FIR, ২ জন গ্রেফতার।দেহ ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে, থমথমে এলাকায় চাপা উত্তেজনা ।'৫০ জনের দলবল নিয়ে হামলা, প্রতিবাদ করাই অপরাধ!'জয়নগরে প্রতিবাদী খুনে চাঞ্চল্যকর অভিযোগ স্ত্রীর।

 

এক প্রতিবাদী যুবককে পিটিয়ে খুনের অভিযোগ আটক ১জন

দক্ষিণ ২৪ পরগনার বকুলতলায় এক প্রতিবাদী যুবককে পিটিয়ে খুনের অভিযোগ আটক ১জন। মত্ত দুষ্কৃতীদের অভব্য আচরণ এবং অশালীন ভাষা ব্যবহারের প্রতিবাদ করায় সায়েম খানকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি স্থানীয়দের। কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর। প্রতিবাদীর মৃত্যুর পরে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বকুলতলা। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে এসে বিক্ষেভের মুখে পড়ে পুলিশ। ঝাঁটা, লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে যান মহিলারা। অবশেষে রাতে পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। দেহ ময়নাতন্তের জন্য পাঠায় তদন্তকারীরা। থমথমে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola