Jaynagar Incident: এলাকায় মদ-জুয়ার আসর থেকে মহিলাদের কটূক্তি, দুষ্কৃতীদের 'মুক্তাঞ্চল' জয়নগর!

ABP Ananda Live: দীর্ঘদিন ধরেই চলছিল মদ-গাঁজার আসর। এলাকাবাসীর একাংশের অভিযোগ, সন্ধের পর থেকে কটূক্তির ভয়ে একা চলাফেরা করতে পারতেন না মহিলারা। জয়নগরের বকুলতলায় দিনের পর দিন ঘটে চলেছিল এমনই বিশৃঙ্খলা। অভিযোগ, পুলিশকে বারবার বলেও কোনও লাভ হয়নি! ১-২ বার ধরলেও সহজেই জামিনে বেরিয়ে এসেছে অভিযুক্তরা। কিন্তু কেন কোনও কড়া পদক্ষেপ করত না পুলিশ? এর মধ্যেই সোমবার দুষকৃতীদের হামলায় মৃত্যু হয় এক প্রতিবাদীর। এই প্রেক্ষাপটে বকুলতলার নিহত সায়েম খানের আত্মীয়র চঞ্চল্যকর দাবি, তারা তৃণমূল, যারা হামলা চালিয়েছে তারাও তৃণমূল। যদিও নিহতের বউদির দাবি, অভিযুক্তরা ISF ও সিপিএম করে।  

 

পদ্মবনে 'কেষ্ট' কোন্দল

কেষ্টর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘিরে প্রকাশ্যে বিজেপির কোন্দল। করুণাময়ীতে দলেরই দুই গোষ্ঠীর হাতাহাতি। পুলিশের সামনেই তুলকালাম। মাথা ফাটল এক নেতার। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola