TMC News: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা, প্রশাসনকে বুড়ো আঙুল TMC বিধায়কের?
ABP Ananda Live: প্রশাসনিক বিধিনিষেধ নিজেই ভাঙলেন শাসকদলের বিধায়ক। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে সভা করলেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। গতকাল দক্ষিণ বারাসাত স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় পার্টি অফিস উদ্বোধনে যান বিধায়ক। সেখানেই তারস্বরে মাইক বাজানো নিয়ে শুরু হয়েছে তরজা। বিধায়কের ভূমিকায় সরব হয়েছেন তাঁরই দলের জেলা পরিষদ সদস্য। বিজেপির কটাক্ষ, ক্ষমতায় আছে বলে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন শব্দবিধিও মানছে না তৃণমূল। বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকায় পারদ চড়বে
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকায় পারদ চড়বে। আরেকদিকে, টানা চারদিন বৃষ্টিতে ভিজবে রাজ্য। বুধবার থেকেই হাওয়া বদল। মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু এলাকায় বুধবার থেকে বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।