Jibankrishna Saha: বিধায়কের ফেলে দেওয়া দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজে পুকুরে নামানো হল জেসিবি। ABP Ananda Live
৫৫ ঘণ্টা পার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই অভিযান ঘিরে একের পর এক চমক। এবার বিধায়কের ফেলে দেওয়া দ্বিতীয় মোবাইল ফোনের খোঁজে পুকুরে নামানো হল জেসিবি। জলশূন্য পুকুরের মাটি কেটে মোবাইল উদ্ধারের চেষ্টা। মাটি কেটে প্রথমে তোলা হচ্ছে ট্রাক্টরে। তারপর মাটি ঘেঁটে তার মধ্যে মোবাইল ফোন রয়েছে কি না দেখা হচ্ছে। রবিবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে মোবাইল ফোন ছুড়ে ফেলার পুনর্নির্মাণ করাতেই মেলে সাফল্য। সিবিআই সূত্রে খবর, সকাল ৭টা ২৫-এ বিধায়ককে তাঁর বাড়ির ছাদে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মান করা হয়। সিবিআই আধিকারিকদের নির্দেশে ছাদের পাঁচিলে উঠে বাড়ির পুকুরে ঢিল ছোড়েন তৃণমূল বিধায়ক। ঠিক যেভাবে তিনি নিজের দুটি মোবাইল ফোন ছুড়ে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। বিধায়কের ছোড়া ঢিল পুকুরের যে জায়গায় পড়েছিল, সকাল ৭টা ২৭ মিনিটে সেখানেই নামানো হয় ৪ পাম্প কর্মীকে। ঠিক ১১ মিনিট পর ৭টা ৩৮ মিনিটে পুকুরের পাঁক থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। যদিও এখন দ্বিতীয় ফোনটি মেলেনি। তদন্তকারীদের অনুমান, এই মোবাইল ফোনেই রয়েছে নিয়োগ দুর্নীতির তথ্য।