Jeetu Kamal: পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জিতু কমল-নবনীতার, গ্রেফতার ২

Continues below advertisement

এবার অভিনেতা জিতু কমল ও তাঁর স্ত্রী অভিনেত্রী নবনীতা দাসকে অসহযোগিতার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। গাড়িতে করে আসছিলেন দম্পতি। নিমতায় তাঁদের গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। তারপর পুলিশের সামনেই তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি বলে অভিযোগ অভিনেতা দম্পতির। পরে FIR দায়ের করতেও অস্বীকার করা হয়। পরে নিমতা থানা জানায় এফআইআর করে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।
অভিযোগকারীদের এফআইআরের কপি দেওয়া হয়েছে। অভিনেতা দম্পতিকে অসহযোগিতার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত চালক সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এএসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram