Tiger Fear News : ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ফের বাঘের আতঙ্ক। একাধিক চাষের জমিতে বাঘের পায়ের ছাপ
ABP Ananda Live: ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ফের বাঘের আতঙ্ক। জঙ্গল লাগোয়া ধরমপুর ও কাসমার গ্রামে একাধিক চাষের জমিতে বাঘের পায়ের ছাপ, খবর বন দফতর সূত্রে। বাঘের গলায় রেডিও কলার না থাকায় তার অবস্থান বুঝতে সমস্য়া হচ্ছে। রীতিমতো আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। মাসখানেক আগে, বেলপাহাড়ির ভুলাভেদা রেঞ্জে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। বন দফতর সূত্রে খবর, বাঘটির গতিবিধির নাগাল পাওয়ার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা।
'পিকের আইপ্য়াক এটা নয়, নতুন একটা টিম, সহযোগিতা করতে হবে..', সুর বদল মমতার !
তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'পিকের আইপ্য়াক এটা নয়। একটা নতুন টিম। সবাই জানে, এদের সহযোগিতা করতে হবে।' আইপ্য়াক নিয়ে সুর বদল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।গতবছর ডিসেম্বরে, তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, কোনও সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে, গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না। প্রয়োজনে ফোন ধরবেন না। যার ফলে প্রশ্ন উঠেছিল, তৃণমূল থেকে কি আইপ্য়াকের 'প্য়াক আপ' হয়ে গেল?বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে, সেই সংস্থার সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন তৃণমূলনেত্রী। যা দেখে অনেকে বলছেন, তাহলে কি 'আইপ্য়াক' ইজ ব্য়াক?