Jhargram Tree House: অরণ্যেই দিবারাত্রি, মগডালে ভাল-বাসার ঠিকানা, আশ্চর্য কীর্তি বঙ্গতনয়ের
Continues below advertisement
কংক্রিটের জঙ্গলে সবুজের দেখা মেলাই দুষ্কর আজকাল। ঘটা করে বৃক্ষরোপণ, সবুজায়নের শপথ নিলেও, কথা এবং কাজে ফারাক থেকে যায় আকাশ-পাতাল। কিন্তু মন থেকে চাইলে কিছুই অসম্ভব নয়, ফের প্রমাণ হলে এই বাংলাতেই। ছোট থেকে গাছপালার মধ্যে বড় হয়ে, সবুজের বুকেই শান্তির আশ্রয় গড়ে তুললেন বরুণ দাস।
Continues below advertisement