Jhargram: ঝাড়গ্রামের বিনপুরে মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক ।Bangla News
Continues below advertisement
ঝাড়গ্রামের বিনপুরে মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক ছড়াল। আজ সকালে বিনপুরের কয়েকটি গ্রামে আগামী ৮ এপ্রিল বাংলা বনধের ডাক দিয়ে ওই সব পোস্টার দেখা যায়। বাঁকুড়ার খয়েরবনি ও ফুলকুসুমাতেও একই পোস্টার পড়েছে। তবে পুলিশ সূত্রে দাবি, ঘটনার পিছনে স্থানীয় কেউ থাকতে পারেন।
Continues below advertisement
Tags :
Jhargram ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Maobadi এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Maobadi Poster Maobadi Acitivity