Jhargram: ফের অ্যাকশনে নামল ইডি, সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী | ABP Ananda LIVE

Continues below advertisement

ED Raid: ফের অ্যাকশনে নামল ইডি(ED), সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা নাগাদ বাছুরডোবায় সরকারি আবাসনে পৌঁছয় ইডি-র ৬ সদস্যের টিম। আবাসনের ব্লক বি-র দোতলায় ডব্লুবিসিএস অফিসার (WBCS Officer)ও সংখ্যালঘু সেলের আধিকারিক। শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে তল্লাশি। আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সরকারি আধিকারিকের ফ্ল্যাটে ঢুকতে বাধা ঝাড়গ্রাম(Jhargram) থানার আইসি বিপ্লব কর্মকারকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram