Jhargram: ফের অ্যাকশনে নামল ইডি, সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী | ABP Ananda LIVE
Continues below advertisement
ED Raid: ফের অ্যাকশনে নামল ইডি(ED), সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা নাগাদ বাছুরডোবায় সরকারি আবাসনে পৌঁছয় ইডি-র ৬ সদস্যের টিম। আবাসনের ব্লক বি-র দোতলায় ডব্লুবিসিএস অফিসার (WBCS Officer)ও সংখ্যালঘু সেলের আধিকারিক। শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে তল্লাশি। আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সরকারি আধিকারিকের ফ্ল্যাটে ঢুকতে বাধা ঝাড়গ্রাম(Jhargram) থানার আইসি বিপ্লব কর্মকারকে।
Continues below advertisement