Howrah Murder: বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত স্বামী
বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে ধৃত তাঁর স্বামী। প্রকাশ কুমারকে গ্রেফতার করল পুলিশ। অভিনেত্রী রিয়া কুমারী ওরফে ইশা আলিয়া খুনে গ্রেফতার স্বামী প্রকাশ কুমার। দীর্ঘ জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় গ্রেফতার বলে খবর। অভিনেত্রীর বাপের বাড়ির করা অভিযোগের ভিত্তিতেও গ্রেফতারি। রিয়া কুমারী ছিলেন প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী। আগেও বেশ কয়েকবার রিয়াকে খুনের হুমকি দেন প্রকাশ, রিয়াকে মারধরও করতেন, অভিযোগ রিয়ার পরিবারের।
Tags :
Bangla News Bangla News Live Howrah Murder Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Riya Kumari Isha Alia Prakash Kumar