Actress Death: বাগনানে খুন হওয়া ঝাড়খণ্ডের অভিনেত্রীর দেহের হবে ফরেন্সিক পরীক্ষা
বাগনানে খুন হওয়া ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীর দেহের ফরেন্সিক পরীক্ষা হবে। দেহ থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল। পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায়, রিয়ার মাথায় গভীর ক্ষত রয়েছে। সেখানে গান পাউডার লেগে আছে কি না, তা খতিয়ে দেখা হবে। খুনের আগে ধস্তাধস্তি হলে, রিয়ার নখে তার কোনও চিহ্ন রয়েছে কি না, তাও খতিয়ে দেখবে ফরেন্সিক দল। গতকাল রিয়ার স্বামী প্রকাশ কুমারের ডানহাতের GSR অর্থাৎ গান শট রেসিডিউ সংগ্রহ করা হয়। প্রকাশই গুলি চালিয়েছিলেন কি না, তা জানতেই এই পরীক্ষা করা হচ্ছে।
Tags :
Jharkhand Bangla News Bangla News Live Actress Death Bengali News ABP Ananda LIVE Howrah ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News