Train Accident: ২ মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

ABP Ananda Live: ফের রেল দুর্ঘটনা, ওড়িশার পর এবার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের বরহেট ২ মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। ২ মালগাড়ির সংঘর্ষে মৃত ২, জখম ৪। 

আসবাব উড়ে সোজা মাঠে, জানলা সহ দেওয়াল ছিটকে দূরে,বাংলায় বিস্ফোরণের বলি ৬ মাসের শিশুও 

কল্যাণী থেকে থেকে এগরা, মহেশতলা থেকে দত্তপুকুর। গত কয়েকবছরে মজুত বাজিতে বিস্ফোরণ বারবার প্রাণ কেড়েছে। এবার দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটেও মজুত বাজিতে ঘটল ভয়াবহ বিস্ফোরণ। প্রাণ গেল সাতজনের। আগুনে ছারখার হয়ে গেল গোটা বাড়ি। মৃত্যু হল ৪ শিশু-সহ একই পরিবারের ৭জনের। খোঁজ মিলছে না আরও ৪ সদস্যের। ঝলসে গেল ৬ মাসের ২ শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা ! রেহাই পেলেন না কেউ! বিস্ফোরণ স্থলে গিয়ে এবিপি আনন্দ যা দেখল, তা গা শিউরে ওঠার মতো। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি নয়, বরং  প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে মজুত রাখা বাজি থেকেই প্রথম বিস্ফোরণ ঘটে। বাড়ির মধ্যেই ছিল বাজির কারখানা, দাবি স্থানীয়দের একাংশের। তবে বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গে শব্দবাজি তৈরির জন্য কোনও অনুমতি এখন দেওয়া হয় না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola