SSC News: জীবনকৃষ্ণ টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া একাধিক ব্যক্তিকে তলব
ABP Ananda LIVE: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহা টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেওয়া একাধিক ব্যক্তিকে তলব । একাধিক ব্যক্তিকে সিজিও কমপ্লেক্সে তলব করল ED । যাঁদের তলব করা হয়েছে, তাঁরা সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা বলে সূত্রের খবর । সকালে নথি নিয়ে সল্টলেকের ইডি অফিসে এসেছেন ৪ জন । ED সূত্রে খবর, আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন করা হবে তাঁদের । চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে জীবনকৃষ্ণ কত টাকা চেয়েছিলেন, সেই প্রশ্ন করা হবে, খবর সূত্রের।
আরও পড়ুন...
মধুচক্রে নাম জড়াল বাঙালি অভিনেত্রীর
মধুচক্রে নাম জড়াল বাঙালি অভিনেত্রীর। বাংলা ছবি লোফারে কাজ করেছিলেন ধৃত অভিনেত্রী। বেশ কিছু সিনেমা, অ্যাড ফিল্মেও কাজ করেছিলেন অভিনেত্রী অনুষ্কা মণি মোহনদাস। হনি সিং, মিকা সিং উদিত নারায়ণের মতো শিল্পীদের সঙ্গে মঞ্চে পারফর্ম করেছেন এই অভিনেত্রী। মুম্বইয়ের মিরা রোডের কাছে ঠাকুর মলে অভিযান চালিয়ে সেক্স র্যাকেটের হদিশ। মহিলাদের দেহ ব্যবসায় নামানোর চক্রের সঙ্গে যুক্ত ছিলেন ধৃত অভিনেত্রী, দাবি পুলিশের।