Job Seekers Rally: 'আর কবে চাকরি পাব' ? মেট্রো স্টেশনের ভিতরে কান্না | ABP Ananda LIVE
Continues below advertisement
সকালে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের সামনে । ধুন্ধুমার। বেলার দিকে হাজরায় যতীন দাস মেট্রো স্টেশনের সামনে বিক্ষোভ ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের। সকালে সল্টলেকে বিক্ষোভকারীরা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেন। পুলিশ গিয়ে চাকরিপ্রার্থীদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে। বিক্ষোভকারীদের দাবি, ৯ বছরের বেশি চাকরির অপেক্ষায় কেটে গিয়েছে। ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ২৪৪ দিন ধরে চলছে ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের ধর্না-অবস্থান। গতকাল চাকরির দাবিতে কিড স্ট্রিটে MLA হস্টেলের গেট আটকে বিক্ষোভ দেখান ২০১৬-র SLST চাকরিপ্রার্থীরা।
Continues below advertisement