Recruitment Scam: 'চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই', রিমান্ড লেটারে দাবি ইডির
Continues below advertisement
সিজিও কমপ্লেক্সে (CGO Complex) 'কালীঘাটের কাকু' (Kalighater Kaku) সুজয়কৃষ্ণ ভদ্রকে (Sujoykrishna Bhadra) ম্যারাথন জেরা ইডির (ED)। 'চাকরি-বিক্রির বৈঠক হত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেই। তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর কাছে আসতেন কালীঘাটের কাকু', রিমান্ড লেটারে বিস্ফোরক দাবি ইডির। 'মানিকের ফোনের পাশাপাশি তাপস মণ্ডলকে জেরা করেও মিলেছে সুজয়কৃষ্ণ সম্পর্কে প্রচুর তথ্য। ২০১৪-র টেটের ৩২৫ জন চাকরিপ্রার্থীর তালিকা সুজয়কৃষ্ণর হাত দিয়েই পৌঁছয় মানিকের কাছে। এই ৩২৫ জনকে চাকরি বিক্রির নামে তাপসের থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন কুন্তল', জেরায় দাবি করেছেন তাপস মণ্ডল, রিমান্ড লেটারে দাবি ইডির
Continues below advertisement