Police: চাকরিপ্রার্থীদের লংমার্চ কর্মসূচি ঘিরে উত্তপ্ত তমলুকের হোগলা
মুখ্যমন্ত্রীর পূর্ব মেদিনীপুর সফর শুরুর দিনই গ্রুপ ডি (Group D) চাকরিপ্রার্থীদের লংমার্চ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল তমলুকের হোগলা। চাকরিপ্রার্থীদের আটকাতেই পুলিশের (Police) সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। বাধা পেয়েও এগোয় মিছিল, চলে স্লোগান, বিক্ষোভ।