Hiran Chatterjee: তৃণমূলে যোগ দেওয়া মাত্রই দেওয়া হয় 'চোর ও দুর্নীতির ভ্যাকসিন': হিরণ চট্টোপাধ্যায়
Continues below advertisement
BJP : তৃণমূলে যোগ দেওয়া মাত্রই দেওয়া হয় 'চোর ও দুর্নীতির ভ্যাকসিন'। দুর্নীতি ইস্যুতে নুসরত জাহান, দেব, সায়নী ঘোষকে আক্রমণ করে, এই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এই নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি দেব। ফোন ধরেননি নুসরত, সায়নী। অনেকদিন হিট সিনেমা দিতে না পেরে, হিংসায় এই কথা বলছেন। হিরণকে কটাক্ষ কুণাল ঘোষের।
Continues below advertisement