FIITJEE : জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি-র সফলদের হাতে স্কলারশিপ তুলে দিল FIITJEE
জয়েন্ট এন্ট্রান্স, আইআইটি-র মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলদের হাতে স্কলারশিপ তুলে দিল FIITJEE। ওই কোচিং সেন্টারে পড়াশোনা করেই সফল হয়েছেন ৭৪ জন ছাত্রছাত্রী। রবিবার কলামন্দিরে তাঁদের হাতে স্কলারশিপ তুলে দেওয়া হয়।
Tags :
Education Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News JEE FIITJEE Scholarship