Joint Entrance Result:'রকেট সায়েন্স নয়, ফোকাসড থাকলেই সাফল্য', বলছেন রাজ্য জয়েন্টে চতুর্থ স্থানাধিকারী
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে চতুর্থ সৌহার্দ্য দণ্ডপাট। 'রকেট সায়েন্স নয়, ফোকাসড থাকলেই সাফল্য', বলছেন রাজ্য জয়েন্টে চতুর্থ স্থানাধিকারী। রাজ্য জয়েন্টে প্রথম দশে সাতজনই দিল্লি বোর্ডের। ৩০ জুনের আগে কাউন্সেলিং নয়, জানাল বোর্ড। প্রথম ও দ্বিতীয় কলকাতার, তৃতীয় বাঁকুড়ার। শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News