Joint exam: জয়েন্ট এন্ট্রান্স মেইন'স ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফলে প্রথম স্থান লেক গার্ডেন্সের সোহম দাস

Continues below advertisement

জয়েন্ট এন্ট্রান্স মেইন'স (JEE Mains) (জানুয়ারি) ইঞ্জিনিয়ারিংয়ের (Engineering) ফলাফলে ২০ জন প্রথম। ১০০-য় ১০০ পেলেন ২০ জন পরীক্ষার্থী, ঘোষণা করল এনটিএ। প্রথম স্থান অধিকারীদের তালিকায় আছেন লেক গার্ডেন্সের সোহম দাস। সোহম ডিপিএস, রুবি পার্কের ছাত্র। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। বাংলা, ইংরাজি, হিন্দি, গুজরাতি সহ ১৩টি ভাষায় পরীক্ষাগ্রহণ করা হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram