Joka Metro: অবশেষে চালু হল জোকা-তারাতলা মেট্রো পরিষেবা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Continues below advertisement
অবশেষে চালু হল জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। ভার্চুয়ালি মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোকা থেকে এসপ্লানেড পর্যন্ত এই রুটে প্রথম পর্যায়ে চালু হল সাড়ে ৬ কিলোমিটার। এই রুটে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার,বেহালা চৌরাস্তা, বেহালা বাজার, তারাতলা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০টাকা।
Continues below advertisement
Tags :
West Bengal Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Joka Metro Joka Taratala