Jorabagan Death News: জোড়াবাগানের সেন লেনে রহস্যমৃত্যু । রক্তাক্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার দেহ

Continues below advertisement

ABP Ananda LIVE: জোড়াবাগানের সেন লেনে রহস্যমৃত্যু । রক্তাক্ত অবস্থায় ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার । মৃতের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বয়স ৫৮ । ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও খোলা ছিল পিছনের দরজা । মেঝে এবং দেওয়ালে রক্তের দাগ, খুনের আশঙ্কা পরিবারের

আরও খবর..

অ্যান্টনি কবিয়াল। তাঁর নামেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিখ্যাত কালী মন্দির, ফিরিঙ্গি কালীবাড়ি। এই মন্দির ঘিরেও নানা কিংবদন্তি। কথিত আছে, মামার বাড়িতে এলে একচালার মন্দিরে গিয়ে মাকে গান শোনাতেন অ্যান্টনি কবিয়াল। মহামায়ার স্বপ্নাদেশ পেয়ে নিজে হাতে গড়েন মা সিদ্ধেশ্বরীকে। সেই থেকে ঐতিহ্য মেনে ফিরিঙ্গি কালীবাড়িতে পূজিত হন মা। যদিও মন্দির কর্তৃপক্ষের মতে, বাঙালি মেয়েকে বিয়ে করার পর অ্যান্টনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। সেইসময় এখানে শিবের উপাসনা হত। সেখানেই মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন অ্যান্টনি কবিয়াল।

চারশো বছরেরও বেশি পুরনো পূর্ব বর্ধমানের কাটোয়ার খেপা কালীতলার পুজো, যা খেপি মায়ের পুজো বলেই পরিচিত। ৫ কেজি সোনা আর চার কেজি রুপোর গয়নায় সাজানো হয় মাকে। কথিত আছে, আগে এই এলাকায় ঘন জঙ্গল ছিল। দস্যুরা মা কালীর পুজো করে ডাকাতি করতে যেত। ডাকাতদের শুরু করা পুজোই কালে কালে সর্বজনীন রূপ নিয়েছে। একসময় ডাকাতির ভয়ে গয়না লুকিয়ে রাখতেন গৃহস্থরা। এখন ডাকাত-কালীর গয়নার পাহারায় থাকে পুলিশ। কালীপুজো উপলক্ষ্যে সকাল থেকে লম্বা লাইন কাটোয়ার খেপি মায়ের মন্দিরে।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram