Joynagar Incident:'পুলিশ সামনে থাকার সময়েই ভেঙেছে', যন্ত্রণা নিয়েই দাবি জয়নগরের জখম প্রৌঢ়ার।ABP Ananda LIVE

'পুলিশকে বার বার বলেছি... পুলিশের সামনে থাকাতেই ভেঙেছে...এখন যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি', ব্যথায় কাতরাতে কাতরাতে বললেন জয়নগরের এক বাসিন্দা। দক্ষিণবঙ্গের ডিআইজি সিদ্ধিনাথ গুপ্তা বলেন, 'এক জন ধরা পড়েছে...একটা দেহ পাওয়া গিয়েছে....কতগুলি ফোন পাওয়া গিয়েছে। আমরা তদন্ত করছি...আশা করছি খুব তাড়াতাড়ি কেসের সমাধান হয়ে যাবে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola